দক্ষিণ মহানগরের কারও ঈদ মলিন হবে না : মেয়র তাপসের পক্ষে ঈদউপহার বিতরণকালে যুবলীগনেতা মধু

0
822

::জোছনা মেহেদী::
‘দক্ষিণ মহানগরের কারও ঈদ মলিন হবে না। ঢাকার নব নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষ থেকে আমরা গরিবের পাশে আছি।’ ঢাকার নব নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণকালে দক্ষিণ যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আহম্মদ উল্লাহ মধু এসব কথা বলেন। তিনি বলেন, ‘ঈদে মানুষের ঠোঁটে হাসি জেগে থাকলে আমরা সার্থক।’

হাজারীবাগ থানার অন্তরগত ২২ নং ওয়ার্ড ১৪টি ইউনিট ও ৬টি অংগ সংগঠনের মাঝে ঈদ উপহার বিতরণকালে মধু আরও বলেন, ‘করোনাভাইরাসের কারণে ঘোষিত সাধারণ ছুটিতে মানুষ যখন ঘরবন্দি হয়ে পড়ে, ঠিক তখন থেকেই আমরা মানুষের পাশে আছি। দেড় মাস প্রতিদিন সব শ্রেণিপেশার মানুষের খোঁজ নিচ্ছেন নবনির্বাচিত মেয়র ফজলে নূর তাপস। হাজার হাজার পরিবারকে ত্রাণ ও খাদ্যসহযোগিতা দিয়েছি আমরা। মধ্যবিত্ত শ্রেণির মানুষকে যেন লজ্জায় পড়তে না হয়, সেজন্য কার সমস্যা আছে খোঁজ নিয়ে বন্ধ দরজার সামনে পৌঁছে দিয়েছি সহযোগিতা। এবার ঈদ-উপহার আমরা পৌঁছে দেবো মানুষের কাছে।’
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা এমএকে আজাদ, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইসমাইল হোসেন তপু, আওয়ামীলীগের ধর্মবিষায়ক উপ-কমিটির সদস্য এ কে আজাদ সরকার, মহানগর দক্ষিণ যুবলীগ সহসম্পাদক মো. ইমরান খান, আহসান উল্লাহ রাসেল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here