::আবু সায়েম, কক্সবাজার::
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালীতে ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুরের নেতৃত্বে প্রকাশ্যে নেজাম উদ্দিন নেজুকে (৩৮) অপহরণ করার পর শারীরিক নির্যাতন করে আহত করা হয়। ঘটনা জানাজানি হওয়ার পর পেকুয়া পুলিশ চেয়ারম্যানের ডেরা থেকে আহত ইউপি সদস্যকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চেয়ারম্যানের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এই অমানবিক কাজের বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক দৈনিক আপন কণ্ঠের সম্পাদক মোহা. হোসাইন। স্ট্যাটাসে ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সর্ব স্তর থেকে নিন্দা ও বিচারের দাবি জানানো হয়।
এ প্রবীণ আওয়ামী লীগ নেতা তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন ‘পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ নুর, মেম্বার নেজুর উপর অমানবিকতা দেখে আমি মর্মাহত হয়েছি,দুঃখ প্রকাশ করছি, নিন্দা জানাচ্ছি। অনতি বিলম্বের তাকে আইনের আওতায় এসে শাস্তির জোর দাবী জানাচ্ছি।’ তিনি আরও যা লিখেছেন হুবহু তুলে ধরা হলো, ‘সমাজে অন্যায় যখন মাথা ছাড়া দিয়ে ওঠে, ন্যায় তখন নিরব দর্শক এর ভুমিকা পালন করে আর মানবতা নীরবে নিভৃত্তে কাঁদে। বিবেক তখন নিবার্সিত হয়ে যায়।’
তিনি সংশয় প্রকাশে করে লেখেন, ‘জানিনা,মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ ছাড়া এ অন্যায়ের বিচার বোধ হয় কেউ করতে পারবে না!’
প্রবীণ আওয়ামীলীগ নেতা মোহা. হোসাইনের এই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে ঝড় তোলে। এ ধরণের অমানবিক নিষ্ঠুর কাজের বিচার চেয়ে নিন্দা জানানো হয়।