ঢাকা দক্ষিণের নব নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে আরও এক হাজার পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করেছেন যুবলীগ মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ উল্লাহ্ মধু। আজ বৃহস্পতিবার দক্ষিণ মহানগরের ১ ও ৮ নং ওয়ার্ডের খিলগাঁও ও কমলাপুর এলাকায় এই খাদ্য বিতরণ করা হয়।
এসময় মধু বলেন, ‘করোনাকালীন দুর্যোগের প্রথম থেকেই অসহায় দুস্থদের পাশাপাশি মধ্যবিত্ত অস্বচ্ছল পরিবারের পাশে দাঁড়িছি আমরা। আমাদের মেয়রের পক্ষে সব সময় ত্রাণ বিতরণ করে যাচ্ছি। খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। এই ত্রাণ বা সহযোগিতা দিতে গিয়ে অনেক ষড়যন্ত্রের শিকার হলেও আমরা থামিনি। আমরা থামবো না।’
তিনি সর্বস্তরের বিত্তবানদের এগিয়ে এসে যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আপনার কাছের অন্তত দুইজনকে আপনার সাধ্যমত নিয়মিত সহযোগিতা করুন। দেখবেন, সবাই হাসিমুখে থাকবে এদেশে।’
মধু বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সময়ে পদক্ষেপ নিয়ে দেশবাসীকে করোনার হাত বাঁচাতে সব ধরণের কাজ করে চলেছেন। আমদেরকে প্রধানমন্ত্রীর পাশে থেকে তার হাতকে সুদৃঢ় করতে হবে।’
খাদ্য বিতরণকালে ছিলেন খিলগাও থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম মাহবুব,
দক্ষিণ যুবলীগ মহানগর সহ-সভাপতি আবু সাঈদ মোল্লা ও মহানগর যুবলীগ নেতা এমএকে আজাদ, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইসমাইল হোসেন তপু, আওয়ামীলীগের ধর্মবিষায়ক উপ-কমিটির সদস্য এ কে আজাদ সরকার, মহানগর দক্ষিণ যুবলীগ সহসম্পাদক মো. ইমরান খান, যুবলীগ নেতা নজরুল ইসলাম বাবু, মাহফুজুর রহমান, হাজী রফিকুল ইসলাম রুবেল প্রমুখ।
ব্যবস্থাপনায় ছিলেন মতিঝিল থানা ৮ নম্বর ওয়ার্ড কমলাপুর জামে মসজিদের সভাপতি মাজহারুল ইসলাম সেন্টু।
সর্বস্তরের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান দক্ষিণ মহানগর যুবলীগ সিনিয়র সহ-সভাপতির
-Advertisement-
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -