আইডিয়ার পক্ষ থেকে মসজিদে জীবাণুনাশক বুথ স্থাপন

0
800
যশোরে মসজিদে জীবাণুনাশক বুথ স্থাপনের কাজ করছেন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবকরা। - আলোকিত প্রতিদিন

::প্রতিনিধি, যশোর::
আইডিয়া সমাজকল্যাণ সংস্থা ও আইডিয়া পিঠা পার্কের পক্ষ থেকে যশোরের একটি মসজিদে স্থাপন করা হয়েছে জীবাণুনাশক বুথ। মুসল্লিদের করোনার প্রভাব থেকে মুক্ত রাখতে সদর উপজেলার খড়কীর ‘মসজিদে আম্মার’-এ এই জীবাণুনাশক এই বুথ স্থাপিত করা হলো। দেশীয় পদ্ধিতিতে তৈরি এটিই সম্ভবত প্রথম যশোরের কোন মসজিদে জীবাণুনাশক বুথ।
জানা যায়, কয়েক হাজার পরিবারকে নিয়মিত খাদ্য সুবিধা দিয়ে আসছে আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। দেড় মাসের অধিক সময় ধরে তারা তালিকা তৈরি করে ওই পরিবারগুলোকে নিয়মিত খাদ্য সহযোগিতা দিচ্ছে তারা। ফুরিয়ে যাওয়ার খবর মিললেই আবার পৌঁছে যাচ্ছে সেই ঘরে নতুন করে খাবার। এরই মাঝে শর্ত সাপেক্ষে মসজিদ সবার জন্য ‍উন্মুক্ত করা হলে জবাণুনাশক বুথের চিন্তা করে তারা। পরে আজ বৃহস্পতিবার দুপুরে সে কাজ সম্পন্ন করে আইডিয়া স্বেচ্ছাসেবকরা।
জানতে চাইলে আইডিয়ার পক্ষ থেকে বলা হয়, ‘করোনা পরিস্থিতিতে ধর্মপ্রাণ মুসল্লিদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে এই বুথ স্থাপন করা হয়ছে। আগামীকাল থেকে শুরু হবে বুথের কার্যক্রম।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here