টঙ্গীবাড়ী স্বাস্থ্য কর্মকর্তাসহ ১১ স্টাফ করোনা পজেটিভ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

::সংবাদদাতা, মুন্সীগঞ্জ::
টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাসলিমা ইসলামসহ ওই স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ৪ ডাক্তার এবং আরো ৫ স্টাফের করোনা শনাক্ত হয়েছে। বুধবার ওই করোনা শনাক্তের রিপোর্ট টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এসে পৌঁছেছে। এ নিয়ে ওই হাসপাতালের ডাক্তার স্টাফ মিলে ১৫ জনের করোনা শনাক্ত হলো এবং টঙ্গীবাড়ী উপজেলায় মোট আক্রান্ত হলো ২৭ জন।
নতুন করে করোনা আক্রান্তরা হলো টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ডা. তাসলিমা ইসলাম, ওই হাসপাতালের ডা. নুর ই আলম সিদ্দিকী, ডা. রফিকুল ইসলাম, ডা. নুর ই আলম শুভ, স্টাফ মো. রকিবুল হাসান, সাইদুর রহমান সাজু, মাহবুব আলম, মো. হাসান, মো. শাকিল,আবুল কাসেম ও মো. মজিবর রহমান।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কর্মকর্তা তাছলিমা ইসলাম বলেন, আমিসহ ১১ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের সবাইকে হোম আইশোলেশনে থাকতে বলা হয়েছে। তারপরেও স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আগের মতো চিকিৎসা সেবা দেওয়া হবে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, হাসপাতালের নতুন করে ১১ জনসহ মোট ১৫ জন করোনা আক্রান্ত হয়েছে। তারপরেও স্বাভাবিক চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চলছে। আগামী ২ দিন চিকিৎসা সেবার পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটিতে জীবাণুনাশক স্প্রে করা হবে।

- Advertisement -
- Advertisement -