::সবুজ সরকার, টাঙ্গাইল::
টাঙ্গাইলে ৮ মে পর্যন্ত দুই ডাক্তারসহ মোট করোনাপজিটিভ ৪৬ জন। শুক্রবার (০৮ মে) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত বিষয়ক তথ্য নিশ্চিতকালে তিনি জানান, আক্রান্ত ডাক্তার টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (৩৫) হিসেবে কর্মরত আছেন। এসময় তিনি আরো জানান, মির্জাপুর উপজেলার পহেলা গ্রামের এক ব্যক্তি (৫৯) করোনায় আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তি সহ আরো তিনজন গত ৪ মে নারায়ণগঞ্জ থেকে গ্রামে আসেন। পরে ৫ মে আক্রান্ত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলে তিনি পজিটিভ হন। বাকিদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।