::নিজস্ব প্রতিবেদক::
দেশে গত ২৪ ঘণ্টায় ৭৮৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা এ পর্যন্ত একদিন ব্যবধানে সর্বোচ্চ। এমন দিনে পুলিশেও সর্বোচ্চ সংখ্যক; ২৩৯ জন সদস্যের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার (০৫ মে) পুলিশ সদরদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশজুড়ে পুলিশের বিভিন্ন ইউনিটের এক হাজার ১৫৩ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩৯ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। যা ২৪ ঘন্টা হিসেবে সর্বোচ্চ। এছাড়া পুলিশের ৩১৫ জন সদস্য আইসোলেশনে রয়েছেন এবং আক্রান্তদের সংস্পর্শে এসেছেন কিংবা আসতে পারেন সন্দেহে এ পর্যন্ত এক হাজার ২৫০ জন সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৮৫ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত পুলিশের পাঁচজন সদস্য জীবন দিয়েছেন। এদের মধ্যে চারজন ডিএমপির। একজন বিশেষ শাখার (এসবি)। তারা হলেন- ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), পিওএম-এর এসআই সুলতানুল আরেফিন এবং এসবির এসআই নাজির উদ্দীন (৫৫)।
সবচেয়ে বেশি সংখ্যক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। সর্বশেষ সোমবারের (৪ মে) তথ্য অনুযায়ী, ডিএমপির ৪৪৯ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের বেশির ভাগ মাঠ পর্যায়ের সদস্য হলেও এখন পর্যন্ত দুই জন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও একজন সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বলেন, পুলিশ সদস্যদের সুরক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সামগ্রী তাদের কাছে পাঠানো হয়েছে এবং প্রতিনিয়তই পাঠানো হচ্ছে। একইসঙ্গে যারা আক্রান্ত হচ্ছেন, তারা যেন সর্বোচ্চ সুচিকিৎসা পান, সেটি নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। তাদের চিকিৎসার পাশাপাশি মানসিক শক্তি যেন অটুট থাকে সেজন্য ঊর্ধ্বতনরা খোঁজখবর রাখছেন।
করোনায় দেশে সর্বোচ্চ শনাক্তের দিনে পুলিশেও রেকর্ড

-Advertisement-
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -