আজ সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ।   ৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

আইনজীবী রিপনকে ভ্রাম্যমাণ আদালতের সাজা: সুপ্রিম কোর্ট বারের নিন্দা

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

::নিজস্ব প্রতিবেদক::
বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রবিউল ইসলাম রিপনকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজা প্রদানের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। রবিবার (৩ মে) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে সমিতির নেতারা বলেন, যে প্রক্রিয়ায় একজন বিজ্ঞ আইনজীবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে তা সম্পূর্ণ অন্যায়, বেআইনি এবং প্রচলিত আইনের পরিপন্থী।
সমিতির নেতারা অবিলম্বে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন এবং স্থানীয় প্রশাসন কর্তৃক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত কার্যকর কোনও ব্যবস্থা না নিলে সমিতির পক্ষ থেকে এই অন্যায়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

- Advertisement -
- Advertisement -