::জোছনা মেহেদী::
‘অতিপ্রয়োজন ছাড়া সবাই ঘরেই থাকুন। আমরা আমাদের নব নির্বাচিত মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের ত্রাণ সহযোগিতা নিয়ে আপনাদের পাশে আছি।’
আজ (৩০ এপ্রিল) উত্তর মুগদাপড়া ও সবুজবাগ মায়াকাননের ৫ ও ৬ নং ওয়ার্ড এলাকায় মেয়র তাপসের পক্ষে ত্রাণ বিতরণকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দক্ষিণ মহানগর জ্যেষ্ঠ সহ-সভাপতি আহাম্মদ উল্লাহ্ মধু এসব কথা বলেন।
মধু বলেন, ‘অন্যান্য দেশের তুলনায় আল্লাহর রহমতে এখনো অনেকাংশে আমরা ভালো আছি। জননেত্রী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বিষয়েই খেয়াল রাখছেন, করোনাকালীন সংকট মোকাবেলায় নানা উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস নেত্রীর নির্দেশনা বাস্তবায়নে সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছেন।’
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সবুজবাগ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্ত রঞ্জন দাস, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রাজা, ঢাকা মহানগর দ. যুবলীগ নেতা এমএকে আজাদ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বর্তমান যুবলীগ দক্ষিণ মহানগরের নেতা ইসমাইল হোসেন তপু, যুবনেতা তান কাশেম দ্বীপ, নজরুল ইসলাম বাবু, এনামুল হক হিল্টন, উদয়ন সানিয়াল, মো. সিদ্দিক, মো. সাগর, মাহফুজ উর রহমান, হাজী রফিকুল ইসলাম রুবেল প্রমুখ। কাজে সহযোগিতা করেন যুবলীগের অন্যান্য নেতাকর্মী ও সেচ্ছাসেবী। এ সময় ৭৫০ পরিবারের মধ্যে ত্রাণ তুলে দেওয়া হয়।
মধু বলেন, ‘আজ ৫৪ দিন আমাদের এই সোনার বাংলা করোনাভাইরাসে আক্রান্ত। গত ৩৬ দিন ধরে মানুষ ঘরে বসে আছেন। অনেকের অবস্থাই আজ নাজুক। আমাদের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের পক্ষ থেকে এই ত্রাণ কার্যক্রম আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।’