:: আবু সায়েম, কক্সবাজার ::
অসহায় হতদরিদ্র কর্মহীন ২৫০ পরিবারের মাঝে রমজানের উপহারসামগ্রী বিতরণ করলেন কক্সবাজার পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উত্তর নুনিয়ারছড়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি সেলিম উল্লাহ সেলিম। আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উত্তর নুনিয়ারছড়ায় তার প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জহুরা আজিজ মাদ্রাসা প্রাঙ্গনে নিজস্ব অর্থায়নে এই উপহারসামগ্রী বিতরণ করেন তিনি।
এ ব্যাপারে পৌর আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ সেলিম বলেন, ‘করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের ন্যায় কক্সবাজার কেও লকডাউন করা হয়েছে। ফলে অনেক অসহায় হতদরিদ্র মানুষ কর্মহীন হয়ে মানবেতর দিনযাপন করছেন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ইতোমধ্যে বিভিন্নভাবে আমাদের উত্তর নুনিয়ারছড়া এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ আমি নিজস্ব অর্থায়নে আমার এলাকার প্রায় ২৫০ গরীব পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছি।ইনশাআল্লাহ আমি আমার সামর্থ্য অনুযায়ী করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধারাবাহিকতা অব্যাহত রাখবো।’
তিনি আরো বলেন, ‘মহামারীর এ দুর্দিনে সমাজে যারা বিত্তবান তাদের সকলের উচিত অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করা। মহান আল্লাহর কাছে এ পবিত্র রমজান মাসে বিনীতচিত্তে প্রার্থনা করি মহান আল্লাহ যেন আমাদের কে এ মহাবিপদ থেকে রক্ষা করেন।’