অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো টেকনাফ পৌর ছাত্রলীগ

0
610

:: আবু সায়েম, কক্সবাজার ::

দুই বিঘা জমির ধান নুয়ে পড়েছে মাটিতে। লকডাউনে মিলছে না শ্রমিক। কক্সবাজারের টেকনাফ উপজেলার কৃষক মোহাম্মদ বশরের চিন্তার শেষ নেই। ধান বাঁচলে চাল হবে, মানুষ বাঁচবে, বাঁচবে দেশ, সঙ্গে নিজেও। কিন্তু কীভাবে ধান কাটবেন, বাড়ি নেবেন, মাড়াই করবেন, কীভাবে অর্থের সংস্থান হবে?

এমন সব চিন্তায় যখন বশর অস্থির তখন এগিয়ে আসেন জেলা ছাত্রলীগের সদস্য ও টেকনাফ পৌরসভার ছাত্রলীগের সভাপতি সাংবাদিক মোহাম্মদ শাহীন। কৃষক বশরের অবস্থার কথা জেনে বুধবার (২৯ এপ্রিল) সকালে তার বাড়িতে ছুটে যান শাহীনসহ ছাত্রলীগের ১৫-২০ জন নেতাকর্মী। নেমে পড়েন টেকনাফ খাংকার পাড়ার ওই ধান ক্ষেতে। সোনালি ধান কেটে ঘরে তুলে দেন কৃষক বশরের।
স্থানীয়রা জানান, দেশে করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় কৃষিশ্রমিক সংকট দেখা দিয়েছে। মাঠে ধান পাকলেও সেই ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় অসহায় হয়ে পড়েছেন কৃষকরা। তাদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগের একদল কর্মী।
কৃষক মোহাম্মদ বশর বলেন, ‘সবাই যদি এভাবে পাশে দাঁড়ায় তাহলে আমরা বড় রকম ক্ষতির হাত থেকে রক্ষা পাবো।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাত্রলীগ রাজনীতির পাশাপাশি মানুষের উপকারও করে। আমি খুবই আনন্দিত।’ তিনি প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহীন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে এই কাজ আমরা করছি এবং এই ধারা অব্যাহত রাখব। যদি কারও সাহায্যের প্রয়োজন হয় আমাদের জানালে আমরা ওই কৃষকের পাশে দাঁড়াব। এছাড়া আমরাও সাধ্যমত খোঁজখবর রাখছি।’
টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র আবদুল্লাহ মনির বলেন, ‘সামাজিক দূরত্ব বজায়ে রেখে ওই কৃষকের দুই বিঘা জমির ধান ছাত্রলীগ কেটে মাথায় করে বাড়িতে পৌঁছে দিয়েছেন। শুধু তাই নয়, মাড়াইও করে দিয়েছেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা যেভাবে কৃষকের ধান কেটে দিয়েছে, এতে প্রমানিত হয় ছাত্রলীগ মানব সেবাসহ দেশের উন্নয়ন কাজেও গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে।
ধান কাটার সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের জসীম উদ্দীন জনি, জসিম উদ্দিন জয়, মো. সাহেল, ৩নং ওয়ার্ডের আবদুল্লাহ আল নোমান, মো. রবিন, মুহাইমিনুল ইসলাম, মো. সায়েম, ৪ নং ওয়ার্ডের মো. রুবেল উদ্দিন, মজিবুর রহমান, ৫নং ওয়ার্ডের মো. শফিক, মো. ইদ্রিস, ৬নং ওয়ার্ডের মো. ওমর সাদেক, ৭নং ওয়ার্ডের মোহাম্মদ আরকান শিহাব, ৯নং ওয়ার্ডের মোহাম্মদ ফরহাদ শরীফ, আবদুল্লাহ আল সাফিসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here