আজ সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ।   ৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনা রোগী শনাক্ত

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

ভারতে রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে এক পরিচ্ছন্নতাকর্মীর দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। চার দিন আগে ওই পরিচ্ছন্নতাকর্মীর দেহে সংক্রমণ ধরা পড়ে। খবর এনডিটিভির।

এনডিটিভি জানিয়েছে, সচিব পর্যায়ের কর্মকর্তাদের ও তাদের পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। আর কর্মীদের দিল্লির একটি কোয়ারেন্টিন কেন্দ্রে নিয়ে রাখা হয়েছে। পরীক্ষায় কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মীদের ছাড়া অন্য কারো দেহে ভাইরাস পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। আর প্রাণ হারিয়েছে ৫৯০ জন। ২৪ ঘণ্টাতে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪৭ জন। মহারাষ্ট্রের পরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দিল্লিতে। সেখানে ২,০০০ জন এই ভাইরাসে আক্রান্ত।

- Advertisement -
- Advertisement -