শ্রীমঙ্গল প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদা ও নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়। ভোরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজিত নানান কর্মসূচি, পবিত্র কোরআন তেলোয়াত, গীতা, বাইবেল পাঠের পর, জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন। উনার নেতৃত্বে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয়ের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকন এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না। এছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের,ছাত্র ছাত্রীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং শরীর চর্চা প্রতিযোগিতায় বিজয়ী দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

