শফিউল মন্ডল, তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র্যালি, কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন।
তারাগঞ্জ থানা পুলিশের পক্ষে ওসি রুহুল আমিন, মুক্তিযোদ্ধা ইউনিট, উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, সরকারি-বেসরকারি কলেজসমূহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস, উপজেলা আনসার ও ভিডিপি শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৯টায় তারাগঞ্জ ও/এ সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন বাহিনী এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা দেশাত্মবোধক গানের তালে নৃত্য পরিবেশন করেন। একই সঙ্গে উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুলের তোড়া দিয়ে সম্মান জানান ইউএনও মো. মোনাব্বর হোসেন।
অনুষ্ঠানে বক্তব্যে ইউএনও মো: মোনাব্বর হোসেন বলেন, “মহান বিজয় দিবস বাঙালি জাতির এক গৌরবোজ্জ্বল ও স্মরণীয় দিন। গভীর শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতদের স্মরণ করছি। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি লাল-সবুজের মহিমান্বিত পতাকা। তিনি তারাগঞ্জে নিহত দম্পতি যুকেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী, জুলাই বিপ্লবে নিহত শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান। পাশাপাশি তারাগঞ্জবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

