আজ বুধবার, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৫ ডিসেম্বর সকাল ১০ টায় ঢাকায় অ*বতরণ করবেন তারেক রহমান!

আরো খবর

বিশেষ প্রতিনিধি: আগামী ২৫ ডিসেম্বর সকাল ১০টায় যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। ইমিগ্রেশন সংক্রান্ত সব কাজ শেষ করে বিমানবন্দর থেকে বেলা ১১টায় গুলশান অ্যাভিনিউ’র ১৯৬ নম্বর বাসার উদ্দেশে রওনা হবেন তিনি।

তারেক রহমানের আগমনকে স্মরণীয় করতে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই নিয়ে গতকাল সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান, তাদের ধারণা, যেদিন তারেক রহমান ঢাকার মাটিতে অবতরণ করবেন, সেদিন রাজধানীজুড়ে অর্ধ-কোটি মানুষের জমায়েত ঘটবে। তার আগমন সহজ ও শান্তিপূর্ণ করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা প্রত্যাশা করছে বিএনপি।

বিএনপির গুরুত্বপূর্ণ এক নেতা জানান, ঢাকায় অবতরণ করার আগে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট বিমান বন্দরে অবতরণ করবে। সেখানে যাতে কোনো নেতাকর্মী জমায়েত না ঘটায়, সে ব্যাপারেও বার্তা দেওয়া হয়েছে। এ ছাড়াও ঢাকার বাইরে থেকে যারা আসবেন, তাদের রাজধানী ও আশপাশের এলাকায় স্পট ঠিক করে জানিয়ে দেওয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -