জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের হালিশহরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিড নেওয়াজ হেরিটেজ প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে হালিশহর বি ব্লকের ৩ নম্বর রোডের ৬ নম্বর প্লটে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্প কাজের সূচনা করেন রিড হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আদিবুল হুদা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ বড়ুয়া, প্রকল্পের ভূমি মালিক শেখ মুনির আহমেদ, রিড হোল্ডিংস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পের ভূমি মালিকগণ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রিড হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আদিবুল হুদা বলেন,
“রিড হোল্ডিংস সবসময় গুণগত মান, সময়ানুবর্তিতা এবং গ্রাহকের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে। রিড নেওয়াজ হেরিটেজ প্রকল্পটিও আধুনিক নকশা ও উন্নত নির্মাণমান নিশ্চিত করে বাস্তবায়ন করা হবে। হালিশহরের মানুষের জন্য এটি একটি মানসম্মত আবাসন প্রকল্প হবে বলে আমরা আশাবাদী।”
এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ বড়ুয়া জানান,
“এই প্রকল্পে আধুনিক সুযোগ-সুবিধার পাশাপাশি নিরাপত্তা ও পরিবেশবান্ধব নকশার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। রিড হোল্ডিংসের অভিজ্ঞ প্রকৌশলী ও দক্ষ কর্মীদের মাধ্যমে কাজ সম্পন্ন করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি হস্তান্তর করা যায়।”
অন্যদিকে, রিড হোল্ডিংস লিমিটেডের মতো সুনামধন্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠানের হাতে প্রকল্পের দায়িত্ব দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন ভূমি মালিক শেখ মুনির আহমেদ। তিনি বলেন,
“রিড হোল্ডিংসের পূর্ববর্তী প্রকল্পগুলো দেখে আমরা তাদের ওপর পূর্ণ আস্থা রেখেই এই প্রকল্পের কাজ দিয়েছি। আশা করছি, রিড নেওয়াজ হেরিটেজ একটি আধুনিক ও মানসম্পন্ন আবাসন হিসেবে গড়ে উঠবে।”
জানা গেছে, হালিশহর এলাকায় এর আগেও সফলভাবে রিড গুলশান এবং রিড অর্কিড টাওয়ার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছে রিড হোল্ডিংস লিমিটেড। নতুন এই প্রকল্পের মাধ্যমে হালিশহরের আবাসন খাতে আরও একটি মানসম্মত সংযোজন হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

