আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীতে মা-মেয়ে হ*ত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তা*র!

আরো খবর

বিশেষ প্রতিনিধি: রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঝালকাঠির নলছিটি এলাকা থেকে প্রেফতার করেছে পুলিশ।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, নিহত লায়লা আফরোজ এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) হত্যাকাণ্ডের তদন্তে অভিযান পরিচালনা করে আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত গৃহকর্মী নলছিটিতে তার দাদা শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি। অভিযানে নেতৃত্ব দেন তদন্ত কর্মকর্তা শহিদুল ওসমান মাসুম এবং এস আই খোরশেদ আলম।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের বহুতল ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে ঘটনাটি ঘটেছে। লায়লা আফরোজ (৪৮) এবং তার নবম শ্রেণি পড়ুয়ার মেয়ে নাফিসা এই নৃশংস হত্যার শিকার হন। হত্যাকাণ্ডের সময় নিহতের স্বামী আ জ ম আজিজুল ইসলাম কর্মস্থলে ছিলেন সে।

ধারালো অস্ত্র দিয়ে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়। লায়লা আফরোজের শরীরে প্রায় ৩০টি এবং নাফিসার দেহে ছয়টি গভীর ক্ষতের চিহ্ন পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ও সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, অভিযুক্ত গৃহকর্মী সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় প্রবেশ করেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে নাফিসা স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বাসা থেকে বের হন। শুরু থেকেই এই ঘটনার প্রধান সন্দেহভাজন ছিলেন মাত্র চার দিন আগে ওই পরিবারের বাসায় আসা গৃহকর্মী। পুলিশের ধারণা, এমন নৃশংসতা সাধারণ মানুষের পক্ষে এ খুন প্রায় অসম্ভব। তারা বলছেন, সাম্প্রতিক সময়ে এই ধরনের সুরতহাল এবং পরিকল্পিত হত্যাকাণ্ড তারা আগে দেখেননি।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -