আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

তারাগঞ্জে দ্রুতগতির গাড়ির ধাক্কায় শ্রমিক নি*হত, আহ*ত-১

আরো খবর

শফিউল মন্ডল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি,রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়ারজুম্মা এলাকার এসবিএল ইটভাটার সামনে সড়ক দুর্ঘটনায় সুমন (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার আরেক শ্রমিক রহমত আলী। মঙ্গলবার (আজ) সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুমন সৈয়দপুর উপজেলার কামারপুকুর এলাকার পূর্ব রসুনখাই গ্রামের লাল বাবুর ছেলে। আহত রহমত আলী একই গ্রামের জুবাইদুল মিয়ার ছেলে। তারা দুজনই তারাগঞ্জ উপজেলার একটি বেসরকারি জুতা কারখানায় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো কাজে যাওয়ার পথে একটি দ্রুতগতির গাড়ি তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। এতে সুমন ঘটনাস্থলেই মারা যান এবং রহমত আলী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক গাড়ি ও চালককে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে তারাগঞ্জ থানা পুলিশ।
এলাকাবাসীর অভিযোগ, এসবিএল ইটভাটার সামনে ভারী যানবাহন ও টলি গাড়ির চলাচল এবং অতিরিক্ত গতিতে যান চলাচলের কারণে এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে তারা জানান। নিহত সুমনের মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -