আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি

আরো খবর

মো.মহিদ:
মানিকগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করেন তারা। কর্মবিরতিতে ফার্মাসিস্ট ফুয়াদ হাসান, রবিউল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট উজ্জ্বল মিস্ত্রি, ইউসুফ মিয়া, আব্দুর রহিম, আইয়ুব আলীসহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন কর্মী অংশ নেন। একই দাবির অংশ হিসেবে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালেও অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়। আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। তারা দ্রুত তাদের দীর্ঘদিনের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আলোকিত প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -