আজ সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজদিখানে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

-Advertisement-

আরো খবর

মো : আমিনুল ইসলাম লিপু, সিরাজদিখান : মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার বাসাইল ইউনিয়নের ব্রজেরহাটি গ্রামের সো-মিল থেকে কোলা ইউনিয়নের থরিগাঁও পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার রাস্তা নির্মাণে রয়েছে নানা অনিয়মেরঅভিযোগ উঠেছে  ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্সের বিরুদ্ধে। নির্মান কাজে ব্যবহারিত হচ্ছে মানহীন খোয়া-  পাশাপাশি প্রকল্পের বিভিন্ন ধাপে সরকারি নির্দেশনা ও প্রকৌশল নীতিমালা অনুসরণ করা হচ্ছে না।
জানা যায়, মুন্সিগঞ্জ জেলা গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ কোটি ৪০ লাখ ৭ হাজার ৫১৬ টাকা ব্যয়ের রাস্তাটির নির্মাণ কাজ শুরু হয়েছে ৫/৬ মাস আগে  । কিন্তু কাজ শুরুর পর থেকেই স্থানীয়রা নানা অনিয়ম দেখতে পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। স্থানীয় মো. আরমান হোসেন বলেন,রাস্তার বেস প্রস্তুতিতে পর্যাপ্ত চাপ প্রয়োগ করা হয়নি।  ব্যবহৃত ইটের খোয়া ও বালুর মান অত্যন্ত নিম্ন, ফলে রাস্তাটি সম্পন্ন হওয়ার আগেই বিভিন্ন স্থানে ভেঙ্গে যাওয়া ও ফেটে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এই বিষয়ে দায়িত্বশীল দপ্তরের কর্মকর্তাদের নজরদারি তেমন নেই, ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছেমতো নিম্নমানের উপকরণ ব্যবহার করছে। এবিষয় মুঠোফোনে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এই বিষয়ে সিরাজদিখান উপজেলা প্রকৌশলী মো. আসিফ উল্লাহ বলেন,আজকে আমাদের টিম সেখানে পরিক্ষার জন্য গিয়েছে যদি কোন সমস্যা থেকে থাকে সেটা সংশোধন করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -