অলিউল্লাহ কায়সার তারাকান্দা, ময়মনসিংহ ময়মনসিংহের তারাকান্দায় রাতের অন্ধকারে রোপা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ ওঠেছে চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার তারাকান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন। সোমবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার বিসকা ইউনিয়নের নগুয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ইউনিয়নের নগুয়া এলাকার মো. আব্দুল হাইয়ের ছেলে মো. আল আমিন। লিখিত অভিযোগে জানা যায়, বিবাদীগণ দাঙ্গাবাজ, কলহপ্রিয় ও অত্যান্ত খারাপ প্রকৃতির লোক। ফ্যাসিস্ট আওয়ামী দূসর এবং জনবলে শক্তিশালী। বিবাদীগণ সম্পর্কে আমার চাচা এবং চাচাতো ভাই। আমরা একই বাড়িতে বসবাস করি। ওই জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে আমি ভোগ দখলে আছি। এরই মধ্যে অভিযুক্তরা ওই জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে। বিষয়টি নিয়ে স্থানীয়দের নিয়ে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করি। মামলাটি আদালতে চলমান রয়েছে। তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, ১২ শতাংশ জমিতে আমন ধান চাষ করে। গত ৮ আগস্ট মো. আল আমিন ওই জমি নিয়ে আদালতে একটি মোকদ্দমা দায়ের করে। গত ২৪ নভেম্বর বিজ্ঞ আদালত জমিতে ধান কাটার জন্য বিবাদীগণ কে নিষেধাজ্ঞা প্রদান করে। আদালতের আদেশ অমান্য করে অভিযুক্তরা রাতের অন্ধকারে আমার রোপনকৃত ১২ শতাংশ জমির পাকা ধান কেটে নিয়ে যায়। পরে গত ২৫ নভেম্বর দুপুরে অভিযুক্তরা আমাদের ঘরে ঢুকে আমার ছোট বোন, ভাই ও ভাবীকে মারধর করে আহত করে এবং ঘরে থাকা এক ভরি ওজনের স্বর্নের চেইন নিয়ে যায়। আহতরা চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত সুমন শিবলী মুঠোফোনে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ওসি মোহাম্মদ টিপু সুলতান জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/এপি


