আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ : বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মানিকগঞ্জের শিবালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার উথলী খেলার মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা সাবেক কৃষকদলের আহবায়ক ও দৌলতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা জিয়া মঞ্চের সভাপতি মিজানুর রহমান, দপ্তর সম্পাদক বাচ্চু হোসেন, শিবালয় উপজেলা বিএনপির নেতা এসএম আব্বাস, যুবদল যুগ্ম আহবায়ক আলম হোসেন, ইমদাদুল হক মিলন, কবির হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মোনাজাত পরিচালনা করেন উথলী তারা মসজিদের পেশ ইমাম মো. জাদুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা কামনা করে দেশবাসী আজ দোয়া করছে। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়।
আলোকিত প্রতিদিন/এপি


