আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

আরো খবর

সাইফুল ইসলাম সবুজ:

টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে ২২ নভেম্বর শনিবার আদালতের সম্মেলনকক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জাামানের সভাপতিত্বে এবং ফোকাল পার্সন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম রিপন, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, আইনজীবী সমিতির সভাপতি জহুর আজহার খান প্রমুখ।

অনুষ্ঠানে স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ), বিদ্যুৎ আদালত সহ অতিরিক্ত চীফ জুডিসিয়াল

ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পারিবারিক আদালতের বিচারক, বন আদালতের বিচারক, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, সিএসআই ও জিআরও উপস্থিত ছিলেন।

কনফারেন্সে বক্তারা ফৌজদার মামলার দ্রুত ও কার্যকর তদন্ত নিশ্চিত, যথাসময়ে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা, মরদেহের ময়নাতদন্ত দ্রুততম সময়ে সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন। উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, সাক্ষীদের নিরাপত্তা, ভারী ও বড় আলামত

সংগ্রহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, বিভিন্ন দপ্তরের মধ্যে মামলার যথাযথ প্রক্রিয়া নিয়ে প্রতিবন্ধকতা নিরসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সিনিয়র জেলা ও দায়রা জজ তার বক্তব্যে সঠিক তদন্ত, সঠিক বিচার প্রক্রিয়া ও সময়মতো বিচার হলে ওই এলাকায় অপরাধ প্রবণতা কমবে। এসময় তিনি বলেন, পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স হলো পুলিশ ও ম্যাজিস্ট্রেসি বিভাগের মধ্যে সমন্বয় জোরদার এবং বিচার প্রক্রিয়ার গতিশীলতা বৃদ্ধির জন্য একটি সভা। এসময় তিনি- সঠিক তদন্ত, যথাযথ ধারা দিয়ে মামলা লিপিবদ্ধ করা, আলামত সংগ্রহের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অবলম্বন, সময়মতো আলামত আদালতে উপস্থাপনের উপর গুরুত্ব আরোপ এবং সকলের সহযোগিতা কামনা করেন।

আলোকিত প্রতিদিন/২২নভেম্বর ২০২৫/মওম

- Advertisement -
- Advertisement -