মো: মহিদ:
মানিকগঞ্জের সিংগাইরে মাদকবিরোধী অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ। ১৭ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ জামশা বাজার হইতে তাঁদের গ্রেফতার করা হয়েছে। পরদিন মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, সিংগাইর উপজেলার বলধারা এলাকার মৃত আফছার উদ্দিনের ছেলে মো. ছফুর উদ্দিন (৪৬) এবং একই এলাকার মৃত হস্তা রাজবংশীর ছেলে জগদীশ রাজবংশী (৫২)।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ছফুর উদ্দিনের লুঙ্গির কোচর থেকে নীল জিপারে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং জগদীশ রাজবংশীর লুঙ্গির কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোট ১৮০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে যার ওজন ১৮ গ্রাম এবং আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা। এই বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে. ও. এম তৌফিক আজম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়ছে । মাদক বিরোধী এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।
আলোকিত প্রতিদিন/১৮নভেম্বর ২০২৫/মওম
- Advertisement -

