মামুন আহমেদ জয়-ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা ডি-লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) রাত প্রায় ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ধামরাই উপজেলামুখী সড়কের শত গজ দূরে বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে এ আগুন লাগে। স্থানীয়দের দ্রুত উদ্যোগে ১৫–২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত ১০টার দিকে একটি মোটরসাইকেলে দুইজন লোক এসে প্রথমে বাসের জানালায় ইট ছোড়ে। পরক্ষণেই জানালা ভেঙে ভেতরে গানপাউডার ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে তারা মোটরসাইকেলে পালিয়ে যায়। এরপর আশপাশের লোকজন পানি ও বালুর সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নির্বাপণ করে।
ডি-লিংক বাসের নৈশপ্রহরী ফারুক বলেন, “ঢুলিভিটার দিক থেকে দুইটি মোটরসাইকেলে কিছু লোক এসে জানালা ভেঙে প্রথমে ইট মারে, পরে গানপাউডার দিয়ে আগুন লাগায়। আমরা চিৎকার শুনে এসে আগুন নিয়ন্ত্রণে আনি এবং পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিই।”
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, “ঘটনাস্থলে গানপাউডারের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে। ১৫ মিনিটের ভেতর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “পার্কিং করা একটি বাসে আগুন লাগানো হয়েছে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”
আলোকিত প্রতিদিন/এপি

