আজ রবিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মানিকগঞ্জ ইউনিট কমিটি গঠিত

আরো খবর

মো: মহিদ:
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মানিকগঞ্জ ইউনিট কমিটি গঠিত হয়েছে। রবিবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংস্থাটির বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়। সাত সদস্যবিশিষ্ট কমিটিতে রয়েছেন-ভাইস- চেয়ারম্যান: আব্দুস সালাম বাদল, সেক্রেটারি: মির্জা রবিউল আওয়াল, নির্বাহী সদস্য- খন্দকার মোঃ আতিক, সোলায়মান খান তুহিন, তানিভ ইকবাল রাসেল, প্রকৌশলী রিয়াজুল ইসলাম ও মোঃ আরিফুর রহমান। এর আগে, রেডক্রিসেন্ট সোসাইটি মানিকগঞ্জ ইউনিটের আহবায়ক কমিটির সদস্য খন্দকার মোঃ আতিকের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মো. ফরহাদ আলমের সঞ্চালনায় বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন  জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মহিয়ার খান শিপার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খবিরুল আলম চৌধুরী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাদল, জাতীয় মহিলা সংস্থা মানিকগঞ্জ কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা বজলুর রহমানসহ রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাবৃন্দ। বক্তারা রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের প্রতি আহবান জানান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের একটি স্বনামধন্য মানবিক সংস্থা যা আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট আন্দোলনের নীতিমালা অনুসরণ করে। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করা এবং মানবিক সহায়তা প্রদান করা সংস্থাটির প্রধান লক্ষ্য।১৯৭৩ সালে রাষ্ট্রপতি আদেশের ২৬ নং ধারা অনুযায়ী এটি প্রতিষ্ঠিত হয়। এটি জন কর্তৃপক্ষের একটি সহায়ক সংস্থা হিসেবে কাজ করে। এর জাতীয় সদর দপ্তর ঢাকাতে অবস্থিত এবং সারাদেশে এর শাখা ইউনিট রয়েছে। সংস্থাটি বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ ও সহায়তা প্রদান করে। প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণসহ বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম পরিচালনা করে থাকে। যুব রেড ক্রিসেন্ট-এর মাধ্যমে তরুণদের মধ্যে মানবাধিকার, শান্তি এবং সেবার মানসিকতা তৈরি করে এবং গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুতে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করে।
আলোকিত প্রতিদিন/১৬নভেম্বর ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -