মোঃ আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি| মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে এস এ পরিবহন, স্থানীয় শাখা থেকে অবৈধভাবে আমদানি করা, ভারতীয় পণ্য জব্দ করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই বাবলু কুমার পাল, ফোর্সসহ মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল -মৌলভীবাজার রোডস্থ এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান পরিচালনা করেন। অভিযানে আব্দুল কাইয়ুম (২০), পিতা-মোঃ মহিবুল মিয়া, মাতা-মৃত মিনারা বেগম, সাং-টিকরিয়া (চকগাঁও), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার গ্রেফতার করা হয়। এসময় (৯০,০০০ শলাকা) বিদেশি সিগারেট, (৩০বোতল) অলিভ অয়েল (১২০ কৌটা) Nivea Soft Light Moisturizing Cream এবং ভারতীয় ৫ বস্তা (১৫০ কেজি) জিরা জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১,১০,০০০/- টাকা। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, বলেন গ্রেফতারকৃত ও তার অজ্ঞাতনামা সহযোগীরা অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে এনে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করে। গ্রেফতারকৃত ব্যক্তি এসব পন্য আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।তিনি আরও জানান, এই ঘটনায় গ্রেফতারকৃত আসামী ও তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

