শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোনায় পূর্বধলা উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির প্রতিষ্টাতা সভাপতি প্রয়াত আলহাজ্ব মুস্তাক আহামেদ এর ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ নভেম্বর সোমবার সকাল ১১টায় পূর্বধলা উপজেলার পাট মহলে পূবর্ধলা বিএনপির আয়োজনে বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদারএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক ও ধানের শীষে মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারন সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সম্মানিত সদস্য আলহাজ্ব আব্দুর রহিম তালুকদার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইমরান খান চৌধুরী,সামছুল আলম মারুফ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কী,পরিবারের পক্ষে স্মৃতি স্মরণ করেন মরহুমের পুত্র উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ বাবু , সভা পরিচালনা করেন উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ হাবিবুর রহমান ফকির।এসময় আর অবস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। দীর্ঘদিনের বর্ণাঢ্য বিএনপির রাজনৈতিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তারা বলেন, আলহাজ্ব মুস্তাক আহামেদ একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ। দলীয় দুঃসময়ে তার অবদান জেলার সাধারণ মানুষ ও সংগঠনের নেতাকর্মীরা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে আয়োজকদের পক্ষ থেকে শত শত মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/১০নভেম্বর ২০২৫/মওম
- Advertisement -

