আজ মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হলেন রুবাবা দৌলা!

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদে নতুন পরিচালক হিসেবে যুক্ত হলেন করপোরেট দুনিয়ার পরিচিত মুখ ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে কাউন্সিলর মনোনীত করে সোমবার বিসিবিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠায়। তার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ এখন সম্পূর্ণ হলো।

এনএসসির মনোনীত কাউন্সিলর সাধারণত দুজন থাকেন। চলতি বছরের ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের পর এনএসসি যাদের মনোনয়ন দিয়েছিল, তাদের একজন ইসফাক আহসানকে নিয়ে বিতর্ক তৈরি হয়। আজকের এনএসসির চিঠিতে জানানো হয়, ইসফাক আহসান পদত্যাগ করায় তার স্থলেই রুবাবাকে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, রুবাবার কর্মস্থলের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় তিনি এত দিন দায়িত্ব গ্রহণ করেননি। বর্তমানে রুবাবা দৌলা বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ের দায়িত্বে থাকার সময় থেকেই তিনি দেশের ক্রীড়াঙ্গনে বিশেষভাবে পরিচিত।

২০০৭ সালে বিসিবির সঙ্গে যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায়ও তিনি সক্রিয় ভূমিকা রাখেন। করপোরেট অঙ্গনের পাশাপাশি রুবাবার রয়েছে দীর্ঘ ক্রীড়া-অংশগ্রহণের অভিজ্ঞতা। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং একই সময়ে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -