আজ সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

ফ্রিজে রাখা খুলি ২ মাস পর লাগানো হলো মামুনের মাথায়!

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আলোকিত ডেস্ক, দু’মাস ধরে ফ্রিজে রাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথার খুলি সফলভাবে প্রতিস্থাপন করেছেন চিকিৎসকরা।

 

গণমাধ্যমকে তিনি বলেন, অপারেশনের পর কিছু জটিলতা দেখা দেওয়ায় তার মাথার খুলি সাময়িকভাবে খুলে রাখা হয়েছিল। পর্যবেক্ষণে রাখার পর আমরা সফলভাবে খুলির অংশ প্রতিস্থাপন করেছি। দুএক দিনের মধ্যে তাকে ছাড়পত্র দেওয়া হবে। তিনি জানান, মামুন বর্তমানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন। তার অবস্থার উন্নতি হয়েছে। একই ঘটনায় আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদও সুস্থ হচ্ছেন। তিনি এখন ফিজিওথেরাপি নিচ্ছেন। দুই শিক্ষার্থীই গত দুমাস ধরে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এক ছাত্রীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে এ সংঘর্ষে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, তৎকালীন প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ২০০ শিক্ষার্থী এবং ১০-১২ জন স্থানীয় বাসিন্দা আহত হন।

- Advertisement -

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -