আজ মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

ধামরাই থেকে নিখোঁজ অটোরিকশা চালকের লা*শ উদ্ধার

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মামুন আহমেদ জয় : ধামরাইয়ের জয়পুরা এলাকার অটোরিকশা চালক হুমায়ুন কবির (৪০) নিখোঁজের চার দিন পর সাভারের নদীর পাড় থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের আমরাইল গ্রামের বাসিন্দা। প্রতিদিনের মতো তিনি ২৮ অক্টোবর বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে তার স্ত্রী গেলাপী আক্তার ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–১৫৫৯) করেন।

পরে ২ নভেম্বর দুপুরে সাভার মডেল থানার পুলিশ বাশপট্টি নদীর পাড় এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে। সংবাদ পেয়ে স্বজনরা গিয়ে লাশের পরিচয় নিশ্চিত করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “নিখোঁজের ঘটনায় পরিবার থেকে জিডি করা হয়েছিল। সাভার থানা এলাকা থেকে লাশ উদ্ধারের পর ধামরাই থানা ও পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
স্থানীয়দের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -