মোঃ সাব্বির আলম,ভোলা:
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন,চুপ্পুর হাত থেকে জুলাই সনদ না নিয়ে নদীতে ডুবে মরাও ভালো। যারা চুপ্পুর হাত থেকে জুলাই সনদ নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ আছে।
রবিবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপি আয়োজিত জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।
এসময় হাসনাত আরও বলেন, নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হওয়া উচিত। অবশ্যই হতে হবে। নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা সরকারের সাথে জুলাই সনদের মুখোমুখি দাঁড় করাতে চায়। এই সরকারই সংষ্কার করবে এবং অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।
তিনি বলেন, এই সরকারের যেমন নির্বাচনের ম্যান্ডেট রয়েছে, যেমন জুলাই সনদের ম্যান্ডেট রয়েছে তেমনি সংষ্কারেরও ম্যান্ডেট রয়েছে। সুতরাং সংষ্কার প্রক্রিয়া যথা সময়ে সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে হবে।
জুলাই সনদ প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, একটা পক্ষ চাচ্ছে জুলাই সনদে চুপ্পু স্বাক্ষর দিবেন। যদি চুপ্পুর কাছ থেকে জুলাই সনদ নিতে হয় তা হলে আমাদের সকলের উচিৎ নদীতে ডুবে যাওয়া। কিছু কিছু রাজনৈতিক দলের কি নিদারুন অপচয় তারা চুপ্পুর হাত থেকে জুলাইয়ের সনদ নিতে চায়। এর থেকে পরিতাপের বিষয় এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না। ফ্যাসিবাদের সুপ্রিম লিডার চুপ্পুর হাত থেকে যারা বায়াত নিয়ে আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদের উদ্দেশ্যকে নিয়ে আমরা সন্দেহ করি। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, এই ঘোষণা পত্রের বৈধতা দিবে গণঅভ্যুত্থান। আর যেহেতু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ড. ইউনুস এসেছেন তাই তিনি এর আদেশ দিবেন এবং দ্রুততম সময়ের মধ্যে আদেশ দিবেন। কোন অধ্যাদেশ নয়, কোন প্রজ্ঞাপন নয়।
হাসনাত বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত দ্বীপজেলার মানুষের প্রাণের দাবি ভোলা- বরিশাল সেতু নির্মাণ, ভোলার প্রাকৃতিক সম্পদ গ্যাস কাজে লাগিয়ে শিল্প কারখানা গড়ে তোলা এবং স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়ন করা। এনসিপি ভোলাবাসীর এসব দাবির প্রতি শ্রদ্ধাশীল।
সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সম্পাদক সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন; যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম সদস্য সচিব এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা গবেষণা সম্পাদক আরিফুর রহমান।
এনসিপির কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান শরীফ এর সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক ও আবু সাঈদ মুসা।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোকিত প্রতিদিন/০৩ নভেম্বর ২০২৫/মওম
- Advertisement -


