আজ মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৮ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

-Advertisement-

আরো খবর

মো: মহিদ:
মানিকগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৭ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ১ নভেম্বর শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার সিক্স স্টার প্লাজা সংলগ্ন সেলিনার পরিত্যক্ত টিনের ঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে রবিবার দুপুরে তাকে আদালতের প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত কামরুজ্জামান খান আদর (২৪),সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া গ্রামের মৃত তারেকুজ্জামানের ছেলে। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আদরকে গ্রেফতার করা হয়। তার প্যান্টের পকেট থেকে দুটি জিপার ব্যাগে রাখা ৫৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৭ হাজার টাকা। আদর দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে। মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৭ পিস ইয়াবাসহ কামরুজ্জামান খান আদরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
আলোকিত প্রতিদিন/০২নভেম্বর ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -