আজ মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৮ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

নান্দাইলে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

-Advertisement-

আরো খবর

 তৌহিদুল ইসলাম সরকার,‎ময়মনসিংহের- নান্দাইলে প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ৫৪ তম জাতীয় সমবায় দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। ‎কর্মসূচির মধ্যে ছিল র‍্যালী ও আলোচনা সভা। দিবসে এবারে প্রতিপাদ্য বিষয় ছিলো”সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়”দিনটি উদযাপন উপলক্ষ্যে শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নান্দাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)- রেবেকা সুলতানা ডলি- এবং সভাপতিত্ব করেন- উপজেলা সমাজ সমবায় অফিসার সাবিরা খান। সকাল ১১ টায় উপজেলা চত্বরে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। তারপর এক বর্ণাঢ্য র‍্যালি নিয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করেন।
উপজেলা হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা সমবায় অফিসার সাবিরা খান। তিনি বলেন- নান্দাইল উপজেলা সমবায় অফিসের আওতায় ৪২ টি নিবন্ধনকৃত সমিতি আছে, যার সদস্য সংখ্যা প্রায় ৫০০০। সমিতির মাধ্যমে সমাজে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হচ্ছে কুটির শিল্প, মৎস্য চাষের মাধ্যমে অনেক যুবক-যুবতীরা নিজেদেরকে আত্ম-কর্মশানে সৃষ্টি করছে এবং নিজেদেরকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে স্বনির্ভর করে তুলছেন।
বিভিন্ন সমিতির পক্ষ থেকে কনকচাঁপা সমিতির কোষাধ্যক্ষ আফরোজা শিউলি বলেন- সমিতির মাধ্যমে ক্ষুদ্রঋণ নিয়ে সমিতির সদস্যরা আত্মনির্ভর হচ্ছে। তিনি বলেন- আমরা করোনার সময়ে মাস্ক বিতরণ, ত্রাণ বিতরণ গাছের চারা বিতরণ করে সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকি। তিনি আরো বলেন- আর্থিক সহায়তা পেলে উদ্যোক্তাগণ সমাজে কাঙ্খিত অবস্থায় পৌঁছতে পারবে। আমন্ত্রিত অতিথি হিসেবে সাংবাদিক এনামুল হক বাবুল বলেন- সমবায়ের মাধ্যমে বিআরডিপির সমিতি গুলো সচল করা গেলে নিজেদের এবং সমষ্টিগত উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- এই বছর সমবায়ের প্রতিপাদ্য হলো সাম্য ও সমতায় , দেশ গড়বে সমবায়। তিনি বলেন- সবাই মিলে মিশে কাজ করলে এই কাজে সফলতা বেশি। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা, কুটির শিল্প মৎস্য চাষ প্রশিক্ষণ নিয়ে সমবায়ের মধ্যে সংগঠন তৈরি করা গেলে নিজেদের আত্মনির্ভরশীল হওয়া সহজ। আমরা যেন আত্মনির্ভরশীল হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে পারি,সেই দিকে লক্ষ্য রাখতে হবে। পরিশেষ উপজেলা সমবায় অফিসার সকল মিডিয়া সাংবাদিক ও বিভিন্ন সমবায় সমিতির থেকে আগত সদস্যদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -