আজ মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৮ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

নবীনগরে পুকুর জুড়ে লাল শাপলার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ স্থানীয়রা 

-Advertisement-

আরো খবর

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাল- বিল ও জলমগ্ন কৃষি জমিতে শুধুমাত্র সাদা শাপলা চোখে পড়ে ৷ সম্প্রতি সৌন্দর্য বর্ধনের জন্য উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের পুকুরে লাল শাপলার চাষ করা হয়েছে। এখন সারা পুকুর লাল শাপলায় সয়লাব। পুকুর যেন শাপলা ফুলের লাল গালিচা। শাপলা আমাদের জাতীয় ফুল, বিভিন্ন রংয়ের শাপলা রয়েছে। যেমন- সাদা, লাল, নীল ইত্যাদি । এটি সৌন্দর্য বর্ধনের পাশাপাশি সবজি হিসেবেও ব্যবহৃত হয়। এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা শরীরের আয়রনের ঘাটতি পূরণের ভূমিকা রাখ।
লাল শাপলার সাথে সাদা বকের আনাগোনা এ পুকুরের সৌন্দর্যে যুক্ত করেছে নতুন মাত্রা। ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত শাপলার সৌন্দর্য দৃশ্যমান থাকে। এ শাপলার পুকুর দেখতে উপজেলার বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। নান্দনিক সৌন্দর্যে বিমোহিত হন দর্শনার্থীরা। অনেকেই ব্যস্ত হয়ে পড়েন ছবি তোলায়, কেউবা আবার শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের পুকুরের উত্তর পাশের এমফিথিয়েটারে বসে পরিবার পরিজন কিংবা বন্ধু-বান্ধবের সাথে আড্ডায় মেতে ওঠেন।
এ ছাড়া পুকুরটির চারপাশে বিভিন্ন প্রজাতির বিদেশি সৌন্দর্য বর্ধক গাছ ও ফুলের বাগান এবং বসে আড্ডা দেওয়ার জন্য এমফিথিয়েটার এর সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এ সময় এলাকার সাধারণ মানুষ লাল শাপলার অপরুপ সৌন্দর্য উপভোগ করেন।
শাপলা ফুলের সৌন্দর্য দেখতে আসা রছুল্লাবাদের মনির হোসেন বলেন-“লাল শাপলার নয়নাভিরাম দৃশ্য দেখার জন্য আমি সুযোগ পেলেই এখানে আসি। সকাল ১০টা পর্যন্ত শাপলা গুলো পূর্ণ ফুটন্ত অবস্থায় থাকে। আর তখন শাপলার পাশাপাশি সাদা বকের আনাগোনা দেখে আমি মুগ্ধ হয়ে যাই”।
শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো.  মোস্তাক আহাম্মদ বলেন “প্রতিদিনই বিভিন্ন এলাকার লোকজন শাপলা ফুল দেখার জন্য এখানে আসেন” ৷
উল্লেখ্য প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সাবেক সভাপতি লাল শাপলার বীজ এ পুকুরে রোপণ করেন ৷
আলোকিত প্রতিদিন/৩১অক্টোবর ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -