জি এম রাশেদুল ইসলাম:
স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা,জনপ্রতিনিধিদের অঙ্গীকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা ও উপজেলা জলবায়ু পরিষদের আয়োজন বৃহস্পতিবার দিনব্যাপী অভিনন্দন কনভেনশন সেন্টারে এই সংলাপ অনুষ্ঠিত হয়।  জেলা ও উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে কুড়িগ্রাম-২ আসনের আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী জামায়াতে ইসলামী বাংলাদেশ ইয়াছিন আলী সরকার, এনসিপি-র ড.আতিক মুজাহিদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের অধ্যক্ষ মুহা: নূর বখ্ত,গণ অধিকার পরিষদের আব্দুল্লাহ মিয়া বাবলু এবং সিপিবি’র নূর মোহাম্মদ আনসার ইএসডিও’র একশন টু ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক গোলাম ফারুক,  লাইভলিহুড এন্ড এ্যাগ্রিকালচার অফিসার সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানে জেলা জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক খাদিজা পারভীন খুশি রাজনৈতিক দল সমূহের ইশতেহারে জলবায়ু ভিত্তিক উত্থাপিত ১৫ দফা অন্তর্ভূক্তির আহবানে ১৫টি দফায় রাজনৈতিক দল গুলো স্বাক্ষর করেন।
সংলাপে জেলা ও উপজেলা জলবায়ু পরিষদের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে ১৫টি দফা  অন্তর্ভূক্তির জন্য অঙ্গীকারে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,সুশীল সমাজ,এনজিও, সামাজিক সংগঠন,গণমাধ্যমকর্মী, ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।  অনুষ্ঠানে বক্তৃতারা বলেন,জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধি,অনিয়মিত ও তীব্র বৃষ্টিপাত, বন্যা ও ঘূর্ণিঝরের মতো প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বৃদ্ধি, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে নদী উপচে বন্যার সৃষ্টি যা কৃষি, খাদ্য, পানীয় জল, এবং জীবনযাত্রার ওপর মারাত্মক প্রভাব ফেলছে এবং মানুষকে গৃহহীন ও স্থানান্তরিত করতে বাধ্য করছে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ এবং ১৬ নদ-নদী দ্বারা বেষ্টিত কুড়িগ্রামে প্রভাব পড়তে শুরু করেছে মারাত্মক ভাবে।
দফা গুলোর মধ্যে উল্লেখযোগ্য,কুড়িগ্রামের সকল বাঁধ রক্ষা ও মেরামত, নীরিক্ষার মাধ্যমে পানি সম্পদ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংখ্যক বাঁধ নির্মাণ, চরাঞ্চলের প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত পরিমান সোলার পাওয়ার ইরিগ্রেশন, বজ্রপাতে দুর্ঘটনায় আক্রান্ত না হতে মাঠে কৃষক আশ্রয়ঘর তৈরি ও বজ্রনিরোধক টাওয়ার স্থাপন, খেয়াঘাটে যাত্রীছাউনি স্থাপন, প্রতিবন্ধিদের বিশেষ ব্যবস্থা গ্রহণ,পরিবেশবান্ধব বৃক্ষ রোপন, আধুনিক কৃষি উৎপাদনে সিডব্যাংক কাম ইনফরমেশন সেন্টার স্থাপন, জৈব সার ব্যবহার বৃদ্ধি করা, শিক্ষার্থী, কৃষকসহ প্রান্তিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে ভালো কাজের স্বীকৃতি দেয়া এবং জলবায়ু নিয়ে কাজ করা সংস্থা গুলোকে চিহ্নিত করে শক্তিশালী করার উদ্যোগ নেয়া। সংলাপ অনুষ্ঠানটি বেসরকারি সংস্থা ইএসডিও এবং হেলভেটাস বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
আলোকিত প্রতিদিন/৩০অক্টোবর ২০২৫/মওম
- Advertisement -


 
                                    