শহীদুল ইসলাম রুবেল:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নেত্রকোনা পৌরশাখার ২নং ওয়ার্ড কৃষকদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ অক্টোবর রবিবার সাতপাই গাড়া রোডস্থ লালু কালুর মাঠে প্রাণবন্ত পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নেত্রকোনা পৌরসভার ২নং ওয়ার্ড শাখা। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নেত্রকোনা পৌরসভার ২নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ অনু মিয়ার সভাপতিত্বে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক বাবু শ্যামল ভৌমিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল,নেত্রকোনা জেলা শাখার সভাপতি সালাহউদ্দিন খান মিলকি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নেত্রকোনা জেলা শাখার সাধারন সম্পাদক এডভোকেট এম.এ রফিক বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল,নেত্রকোনা পৌর শাখার সভাপতি আবু সাদেক খান,সাধারণ সম্পাদক গুলজার হোসেন,অন্যান্যদের মধ্যে অবস্থিত ছিলেন নেত্রকোনা পৌর শাখার ২ নং ওয়ার্ড শাখার সাধারন সম্পাদক মোঃ হাফিজ মিয়া, প্রমুখ।
এসময় বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দেশের মাটি ও মানুষের সংগঠন। কৃষক দলের প্রতিটি কর্মী গণতন্ত্র পুনরুদ্ধারে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর বাংলাদেশে নেতৃত্বদানকারী তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করছে।বক্তারা আরও বলেন, এই দেশের মেরুদণ্ড কৃষক। কৃষকের ন্যায্য অধিকার আদায় ও গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধারে কৃষক দলের প্রতিটি ইউনিটকে মাঠে থাকতে হবে।সভায় নেতৃবৃন্দ সংগঠনের ভিত্তি আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে ঐক্য বৃদ্ধি এবং সাধারণ কৃষকের পাশে থেকে দলীয় আদর্শ প্রচারের অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোকিত প্রতিদিন/২৭ অক্টোবর ২০২৫/মওম
- Advertisement -

