শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় মাদক ব্যবসায়ী,মাদকসেবী, চোরাকারবারীদের নির্মূল তাদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(১৭অক্টোবর) বিকেলে কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী রংছাতী ইউনিয়নের সীমান্তে জিরো পয়েন্ট এলাকায় প্রায় ৩কিলোমিটার সীমান্ত সড়ক জুড়ে রংছাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।মানববন্ধনে বিএনপি কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, একটি প্রতিবেশী দেশ সু কৌশলে সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের মাদক পাচার করছে। মাদকের ভয়াবহ ছোবলে দেশের যুব সমাজ ক্রমশ অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। মাদকের কারনে পারিবারিক ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। বিএনপি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিএনপি যদি জনগনের রায়ে আগামীতে সরকার গঠন করতে পারে তাহলে কলমাকান্দা ও দূর্গাপুর উপজেলাকে মাদক মুক্ত উপজেলা হিসাবে গড়ে তোলা হবে।মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক ও লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক ও রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান পাঠান বাবুল, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, সহ সভাপতি কলি আক্তার, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, রংছাতি ইউনিয়ন বিএনপির সভাপতি রোকন পাঠান, সাধারণ সম্পাদক মোঃ তাজামুল হোসেন, রংছাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নাজমুল হোসেন, সদস্যসচিব মোঃ আল মামুন ও বিএনপি নেতা মানিক মিয়া প্রমূখ। মানববন্ধনে ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে।মানববন্ধনে বক্তারা, সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধ, মাদকের বিস্তার রোধ, মাদক পাচারের সাথে জড়িত মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার এবং মাদক সেবীদের সামাজিক ভাবে বয়কট করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
আলোকিত প্রতিদিন/১৮অক্টোবর ২০২৫/মওম
- Advertisement -

