আজ সোমবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

কোন চক্রান্তই নির্বাচন বানচাল করতে পারবে না:এ টি এম আব্দুল বারী ড্যানী 

আরো খবর

শহীদুল ইসলাম রুবেল:
জাতীয় নির্বাহী কমিটির সহ- ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে ঘোষণা এসেছে তা বানচাল করতে কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করছে।
সেই ষড়যন্ত্র সফল করতে দেওয়া হবে না। জনগণ এখন নির্বাচনে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিলো, আছে ও থাকবে ইনশাআল্লাহ।
১৮ অক্টোবর শনিবার দুপুরে নেত্রকোণা সদর ও বারহাট্টা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লক্ষীগঞ্জ ইউনিয়নে লিফলেট বিতরণ কালে  এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এবার নতুন প্রজন্মের ভোট দেয়ার সুযোগ এসেছে, তাদের উৎসাহ-উদ্দীপনা এতটাই প্রবল যে, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে সফল করতে পারবে না।’
মানুষের প্রত্যাশা যোগ্য প্রার্থীরাই নমিনেশন পাবে এবং সংসদে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে। আমরা চাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি বেছে নিতে পারবে।’
এ সময় সদর ও বারহাট্টা উপজেলা বিএনপিসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/১৮অক্টোবর ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -