আজ শুক্রবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৭ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

দুই নিরাপত্তা কর্মীকে মারধর করে গভীর নলকূপের ট্রান্সফরমারের কয়েল চুরি 

-Advertisement-

আরো খবর

আতিয়ার রহমান রাজু, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ  জয়পুরহাটের আক্কেলপুরে দুই নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে মারধর করে একটি গভীর নলকূপের ৩টি ট্রান্সফরমার লুট করার ঘটনা ঘটেছে। ঘটনাটি বুধবার (১৫অক্টোবর) রাত ৮টা থেকে ভোর পর্যন্ত উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী মাঠে ঘটেছে।
এ ঘটনায় দুই নিরাপত্তা কর্মী বুলু সরদার (৭০) ও সামাদ মন্ডল (৫০) আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত হয়ে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে,  তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী মাঠে প্রবাসী খাইরুল ইসলামের গভীর নলকূপে ১২ থেকে ১৫ জন দুর্বৃত্ত বুধবার রাতে এশার নামাজের পর থেকে শুরু করে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দুই নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে মারধর করে এবং গভীর নলকূপের ১০ কেবিএ ট্রান্সফরমারের ভেতরের তামার কয়েল নিয়ে যায়। সকালে মাঠে আসা কৃষক নিরাপত্তা কর্মীদের বাধা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠিয়ে দেয়।
গভীর নলকূপের দায়িত্বে থাকা সানাউল ইসলাম বলেন, নিরাপত্তা কর্মীদের ব্যাপক মারধর করে ট্রান্সফরমারের ভেতরের তামার কয়েল খুলে নিয়ে গিয়েছে।  বর্তমানে নিরাপত্তা কর্মীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  চিকিৎসা চলছে। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাটি আমরা ইতিমধ্যে অবগত হয়েছি। অপরাধীদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -