ম্পোষ্টস ডেস্ক, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজ মিশন শুরু। চলতি মাসেই ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজটি উপলক্ষে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আফগানিস্তান সিরিজে সামর্থ্যের ছাপ দেখাতে না পেরে বাদ পড়েছেন ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ ও নাহিদ রানা। ঘোষিত ১৮ সদস্যের এই দলে তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন। এর মধ্যে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন অঙ্কন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৮, ২১ ও ২৩ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি–টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশের ওয়ানডে দল-
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক) , তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও হাসান মাহমুদ।
আলোকিত প্রতিদিন/এপি