আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বের সবচেয়ে দামি বার্গার বানিয়েছে স্পেনের অভিজাত রেস্তোরাঁ আসাদোর আউপা। এই বার্গারের একটির দাম ১১ হাজার ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ ৩৩ হাজার টাকা।
কর্তৃপক্ষ আরও বলেছে, “বার্গারটির এত দাম হওয়ার একটি কারণ এটিতে খাবারের উপযোগী স্বর্ণ ব্যবহার করা হয়েছে। তবে এটিই একমাত্র কারণ নয়। বার্গারটি তৈরিতে স্বর্ণের পাশাপাশি এমন কিছু মশলা উপাদান ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত দামি এবং বিরল।”
আসাদোর আউপার মালিক বস্কো জিমেনেজ স্পেনের অন্যতম বিখ্যাত এবং সুপরিচিত শেফ। কীভাবে বার্গারটি বানানো হয়েছে, অর্থাৎ সেটির রেসিপি প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে বলেছেন, বার্গারটি তৈরিতে বিশ্বের সেরা তিন ধরনের গরুর মাসংস,ইউরোপের সবচেয়ে বিরল ও দামি চিজ এবং প্রিমিয়াম স্পিরিটের একটি সিগনেচার সস ব্যবহার করা হয়েছে। এই উপাদানগুলো জোগাড় করতে বেশ বেগ পেতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরও জানিয়েছেন, বার্গারটি রেস্তোরাঁর নিয়মিত মেন্যুতে থাকবে না। এমনকি যে কোনো ব্যক্তি আগে থেকে অর্ডার দিলে বার্গারটি পাবেন-এমনও নয়। নির্দিষ্ট কিছু অতিথির কাছে এটি সার্ভ করা হবে এবং সেসব সৌভাগ্যবান অতিথিদের অবশ্যই এই বার্গারটি খেতে হবে কোনো প্রাইভেট কক্ষে,যেখানে আসনসংখ্যা সীমিত।
“কারণ আমার দর্শন হলো— সত্যিকারের আভিজাত্য বিরল এবং সবাই সহজে তার নাগাল পায় না”, সাংবাদিকদের বলেন বস্কো জিমেনেজ।
সূত্র : গালফ নিউজ
আলোকিত প্রতিদিন/১৫অক্টোবর ২০২৫/মওম