আজ শুক্রবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৭ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

ডিজিটাল অর্থনীতিতে দক্ষতা অর্জনে জামালপুরে প্রশিক্ষণ কর্মশালা

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি,মেলান্দহ(জামালপুর):
জামালপুর পল্লী উন্নয়ন একাডেমীর উদ্যোগে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  ১৫ অক্টোবর বুধবার সকালে একাডেমীর হলরুমে দিনব্যাপী এ কর্মশালায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক আনোয়ার হোসেন।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল অংশ গ্রহণকারীদের ডিজিটাল প্ল্যাটফর্ম, বিশেষ করে ফেসবুক মার্কেটিং ও ভিডিও কনটেন্ট তৈরিতে দক্ষ করে তোলা, যাতে তারা দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল অর্থনীতিতে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অনলাইন ব্যবসা সম্প্রসারণ, ব্র্যান্ড প্রচার এবং গ্রাহক ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণ প্রদান করেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. হাসান। তিনি প্রশিক্ষণার্থীদের ডিজিটাল মার্কেটিংয়ের আধুনিক কৌশল, বিজ্ঞাপন বিশ্লেষণ ও কনটেন্ট তৈরির বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণ তাদের অনলাইন উদ্যোগ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে নিজস্ব ব্যবসা পরিচালনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
আলোকিত প্রতিদিন/১৫অক্টোবর ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -