আজ শুক্রবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৭ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

ঘিওরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা 

-Advertisement-

আরো খবর

মো: মহিদ:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক এবং সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে  উপজেলা এলজিইডি বিভাগ এই কর্মশালার আয়োজন করে। ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বিএম খোরশেদ আলম।
কর্মশালায় প্রধান আলোচক ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের টিম লিডার মহিদুর রহমান খান। এসময় অন্যান্যের মাঝে উপজেলা প্রকৌশলী মোঃ শাহীনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা তাহমিনা আক্তার তামান্না, উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন, প্রাণী সম্পদক কর্মকর্তা পার্বতী পাল, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সদর ইউনিয়নের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী,ইউপি চেয়ারম্যান এবং পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় ঘিওর উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক ও তার অবস্থার বিষয়ে ব্যাপক আলোচনা হয়। আগামী দিন গুলোতে অগ্রাধিকার ভিত্তিতে এডিবির অর্থায়নে কোন কোন সড়ক বাস্তবায়ন হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেন আয়োজকরা।
আলোকিত প্রতিদিন/১৫অক্টোবর ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -