আজ শনিবার, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৮ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

জিম্মিদের মুক্তি উপলক্ষে স্ত্রী-কন্যাসহ ইসরায়েলে ট্রাম্প

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি উপলক্ষে ইসরায়েল সফরে গিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৩ অক্টোবর সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী মার্কিন বিমানবাহিনীর ‘এয়ারফোর্স ১’ উড়োজাহাজটি।

তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও তার সফরসঙ্গী হয়েছেন বলে জানা গেছে।

ইসরায়েলের প্রধামন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আজ সোমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য দেবেন ডোনাল্ড ট্রাম্প, জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গেও মত বিনিময় করবেন। পাশাপাশি ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং সেখানে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে নেতৃস্থানীয় ভূমিকার জন্য তাকে দেওয়া হবে ইসরায়েলের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার’। ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হেরজগ আজ নেসেটে তাকে এ সম্মাাননা দেবেন।

- Advertisement -

নেসেটে বক্তৃতা প্রদান, সম্মানা গ্রহণ এবং জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময়ের পর মিসরের রাজধানী কায়রোর উদ্দেশে রওনা হবেন ট্রাম্প। আজ থেকে কায়রোতে শুরু হচ্ছে গাজা শান্তি সম্মেলন। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি এবং প্রেসিডেন্ট ট্রাম্প যৌথভাবে সেই সম্মেলনের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।

আলোকিত প্রতিদিন/১৩অক্টোবর ২০২৫/মওম

- Advertisement -
- Advertisement -