- Advertisement -
- Advertisement -
বিশেষ প্রতিনিধি:
গাজীপুর মহানগরীতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার (১৩ অক্টোবর) অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। দিনব্যাপী চলা এই অভিযানে দুইটি স্থানে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি চারজনকে মোট ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গাছা থানার বড়বাড়ি এলাকার দুটি স্থানে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন, তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সুমি রাণী দাস।
অভিযান শেষে তিনি জানান, অবৈধভাবে গ্যাস ব্যবহার করার দায়ে তিনটি বাড়ির মালিককে ১ লাখ ৬৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া, অভিযান কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে আরও একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
তিতাস গ্যাসের জয়দেবপুর বিপণন কার্যালয়ের প্রকৌশলী (ব্যবস্থাপক) মোস্তফা মাহবুব জানান, অভিযানে প্রায় ৭০টিরও বেশি চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, “অবৈধ গ্যাস সংযোগের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
তিনি সতর্ক করে বলেন, কোনো ব্যক্তি, ঠিকাদারি প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কার্যালয়ের কারও বিরুদ্ধে যদি অবৈধ সংযোগে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/১৩অক্টোবর ২০২৫/মওম
- Advertisement -


