উপজেলা প্রতিনিধি:মোঃ ফিরোজ প্রধান, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আজ রোববার (১২ অক্টোবর ২০২৫) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫”। ক্যাম্পেইনের উদ্বোধন করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাজী মোঃ অনিক ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাজী মোঃ অনিক ইসলাম বলেন, “টাইফয়েড একটি সংক্রামক ব্যাধি, যা দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আমরা একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে পারব।” স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ১২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে এ টিকাদান ক্যাম্পেইন। এ সময় উপজেলার ৬ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু-কিশোরকে টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে সচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -