আদালত প্রতিবেদক, চট্টগ্রাম ॥ গতবছর (২০২৪) চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উগ্রবাদী ইসকনকে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ইন্ধনদাতা এবং আওয়ামী ফ্যাসিষ্ট, শিক্ষানবিশ আইনজীবী শ্যামল মজুমদার সাইবার ট্রাইব্যুনাল আদালতে এখনো বহাল তবিয়তে। এ নিয়ে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে বিএনপি- জামায়াতপন্থী আইনজীবীদের মাঝে। আদালত ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সূত্রে জানা যায়, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে পতিত শেখ হাসিনার সরকারের শাসনামলে আওয়ামীপন্থী পিপি চকরিয়ার মেজবাহ উদ্দিন চৌধুরীর একান্ত সহকারী ছিলেন চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি ফ্যাসিষ্ট শ্যামল মজুমদার। আওয়ামী দোসর মেজবাহ উদ্দিন পিপি পদ থেকে বিতাড়িত হলেও বিএনপি সমর্থিত পিপি সেলিম উদ্দিন শাহীনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এখনো বহাল তবিয়তে আছেন আওয়ামী দোসর শিক্ষানবিশ আইনজীবী শ্যামল। অত্যন্ত সুচতুর শ্যামল মজুমদারের ছদ্মনাম শ্যামল চৌধুরী নামেও পরিচিত। চট্টগ্রাম আদালত পাড়ার প্রবীণ ও শিক্ষানবিশ একাধিক আইনজীবী আলোকিত প্রতিদিনের প্রতিবেদককে বলেন, বিগত স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে সেলিম উদ্দিন শাহীন হালিশহর এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচীতে সক্রিয় ভূমিকা রাখতেন এবং বিএনপি- জামায়াতের বিরুদ্ধে কড়াভাবে বক্তৃতা দিতেন। এ সংক্রান্ত অসংখ্য ভিডিও ফুটেজ ও বিভিন্ন সভা-সমাবেশের ছবি সংগৃহীত আছে। ইসকন সমর্থিত আওয়ামী দোসর শ্যামল মজুমদারের বিষয়ে জানতে চাইলে পিপি শাহীনকে ফোন করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। এ বিষয়ে চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি- সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি যথাক্রমে এডভোকেট আবদুস সাত্তার- এডভোকেট মোহাম্মদ হাসান আলী চৌধুরী ও মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী বলেন, পিপি শাহীন যাকে সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে তাঁকে আমরা চিনিনা। এই তিন আইনজীবী বলেন, তার বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি! আওয়ামী দোসর হলে শ্যামলের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যাবস্থা নেব। চট্টগ্রাম মহানগর বিএনপির তরুণ নেতা ইসরাফিল খসরুর কাছে জানতে চাইলে তিনি বলেন, সেলিম উদ্দিন শাহীন আওয়ামী দোসরকে সহকারী হিসেবে রেখেছে, এ সংক্রান্ত প্রমাণ পেলে শাহীনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে। এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ফ্যাসিবাদের দোসরদের লালন পালন করার জন্য আমরা কাউকে নিয়োগ দেইনি। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কড়া নির্দেশ, আওয়ামী দোসরদের যারা লালন পালন করবে, আশ্রয়-প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সেলিম উদ্দিন শাহীন যাকে সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সেই শিক্ষানবিশ আইনজীবীকে আমরা চিনিনা।
আলোকিত প্রতিদিন/এপি