নতুন পিকআপ হস্তান্তরের শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বলেন, পুলিশ বাহিনীর যানবাহনের স্বল্পতা আছে। পর্যায়ক্রমে ২০০ টি গাড়ি ডিএমপিকে হস্তান্তর করা হবে । মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় অর্থ উপদেষ্টা ও শিল্প উপদেষ্টার সহযোগীতায় ২০০ টি গাড়ী সরকারিভাবে ক্রয় করা সম্ভব হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক ডিএমপি’কে ২০টি নতুন পিকআপ হস্তান্তর

-Advertisement-
- Advertisement -
- Advertisement -
এমএইচ চৌধুরীঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) এর অনন্য উদ্যোগে রাজধানীর আইন-শৃঙ্খলার উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ২০ টি নতুন ডাবল কেবিন পিকআপ হস্তান্তর করেন।
বুধবার (৮ অক্টোবর ২০২৫ খ্রি.) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে ডিএমপির থানাগুলোর সক্ষমতা বাড়াতে নতুন ডাবল কেবিন পিকআপ হস্তান্তর করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)।
তিনি আরো বলেন, আপাতত ২০০ টি পিকআপ যুক্ত করা হচ্ছে পরবর্তীতে আরো অন্যান্য পিকআপ, প্রিজন ভ্যান ক্রয় করা হবে। পুলিশি কর্মকাণ্ডে গতিশীলতা একটি অন্যতম উপকরণ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের যানবাহন একটি গুরুত্বপূর্ণ অংশ। এরই অংশ হিসেবে আজ ২০ টি গাড়ি যুক্ত হচ্ছে। পর্যায়ক্রমে আরও নতুন গাড়ি যুক্ত করা হবে। রাজধানীর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ও অপরাধ দমনে এসব গাড়িগুলো ব্যবহৃত হবে।
এই গাড়িগুলো যুক্ত হওয়ার সাথে সাথে পুলিশের কর্মকান্ডে আরও গতিশীলতা বৃদ্ধি পাবে। পুলিশ আরো উদ্যমের সাথে কাজ করবে এবং অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা।
মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, পুলিশের যানবাহনের পাশাপাশি বাসস্থানের স্বল্পতা রয়েছে। মহানগরে ৫০ টি থানার মধ্যে ২৫ টি থানা ভাড়া আছে। ইতোমধ্যে ০৫ টি থানার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে পর্যায়ক্রমে অন্য থানা গুলো স্থাপন করা হবে।
এ সময় ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাদ আলী উপস্থিত থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে গাড়ির চাবি গ্রহণ করেন।
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী সহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -