আজ মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

মুরাদনগর কোম্পানীগঞ্জ মোবাইল কোর্টের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

নাজমুল হাসান।।
কুমিল্লার মুরাদনগরে যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ তেইশ হাজার টাকা অর্থদণ্ডার লাখ টাকার নিষিদ্ধ চায়না কারেন্ট জাল এবং রিং জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

৭ অক্টোবর সোমবার উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা মৎস্য অফিসার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে মুরাদনগর উপজেলা বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে পরিবেশ সংরক্ষণ আইন,   ১৯৯৫; ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯; এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে মোট ১২টি মামলায় ১,২৩,০০০/- (এক লক্ষ তেইশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

পাশাপাশি মুরাদনগর ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়নের কোম্পানীগঞ্জ জাল বাজারে অভিযান চালিয়ে আনুমানিক ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা মূল্যের নিষিদ্ধ চায়না কারেন্ট জাল এবং রিং জাল জব্দ করা হয়। পরবর্তীতে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

- Advertisement -

অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, মৎস্যসম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। মৎস্যসম্পদ রক্ষায় আমরা নিয়মিত অভিযান অব্যাহত রাখব।ৎ

আলোকিত প্রতিদিন/০৭ অক্টোবর ২০২৫/মওম

- Advertisement -
- Advertisement -